পৃষ্ঠাসমূহ

শনিবার, জুন ১৫, ২০১৩

চলো আরেকটাবার

চলো আরেকটাবার চায়ের কাপে তুফান তুলি
কারণ ছাড়া তর্কে ভুলি জগতটাকে
বর্ষা বিকেল আর ভেজা সন্ধ্যে গায়ে মেখে
ভুতের রাজার জুতোয় চেপে দুনিয়া ভুলি 

টেলিস্কোপে ল্যাবের ফাঁকে টেনিস খেলা 
নন্দন আর গড়ের মাঠের বইয়ের মেলা 
কাঁচের বাটির জল তরঙ্গে ফিজিক্স খোঁজা
তেলেভাজায় – তেলের বাজার ভীসন সোজা 
নতুন আমেজ প্রিন্স হেনরির তামাক পাতায় 
পয়সা কড়ির চিন্তা সবই খেরোর খাতায়
ছাগল কিম্বা প্রেমিক পাগল সমান জলে 
মিছিল, ভাষণ, জীবনমুখী একই দলে 
অনিন্দিতা – নীলান্জানায় গরম বাজার 
দুনিয়াটাকে বদলে দেবার উপায় হাজার 
সদ্যজাত গায়ক - কবির নতুন ভাষা 
প্রতিবাদের শব্দকোষে মগজ ঠাসা 
আবছা হওয়া দিনগুলিকে জাগিয়ে তুলি 
চলো আরেকটাবার চায়ের কাপে তুফান তুলি 

শনিবার, মার্চ ৩০, ২০১৩

তুই আর নেই


আমার চায়ের কাপে তুই আর নেই 
নেই তাই কাপ জোড়া সেই তুফান 
আছে ইচ্ছেমত পেয়ে যাওয়া 
কাপ-এর পর কাপ 
আছে বাকি সব 
এমনকি ভালবাসার মিষ্টতা, তবু -
নেই কাপ জোড়া সেই তুফান 

আমার আবীরের রঙ্গে তুই আর নেই 
নেই তাই আবীরের রঙ্গে হারানোর নেশা 
আছে নিয়ম মত দোল খেলা 
রং ছোড়াছুড়ি 
পিচকারী বেলুন 
এমনকি দুজোড়া পায়ের নেচে ওঠা, তবু - 
নেই আবীরের রঙ্গে হারানোর নেশা 

আমার মেঘের কালোতে তুই আর নেই 
নেই তাই গায়ে মাখা বৃষ্টির আদর 
আছে চেয়ে পাওয়া কালো আকাশ 
বেহিসেবি বর্ষা 
বিদ্যুত ঝিলিক 
এমনকি ভেজা পথে ভাগ করা ভেজা হাঁটা, তবু -
নেই গায়ে মাখা বৃষ্টির আদর