পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, নভেম্বর ০৮, ২০১১

সেই মাঠে

ঠিক ভুলের সীমানা ছাড়িয়ে
যেখানে স্বপ্ন আর সত্যি এক হয়ে যায়
সেই মাঠে দেখা তোমার সাথে

সেখানে পাশাপাশি ঘাসের গালচেতে
দুজনে শুনি নিস্তব্ধতা
চিনতা, ভাষা, সব্দ - সব সেথা অর্থহীন

জীবন্ত বুকের ওঠা নামা
দুটো হৃদয়ের যুগলবন্দির সাথে
অনন্ত ছোয়া অস্তিত্বের বয়ে যাওয়া

বুধবার, জুলাই ২৭, ২০১১

ইচ্ছে ইচ্ছে ইচ্ছে - ইচ্ছেগুলো নাড়া দিচ্ছে

ইচ্ছে ইচ্ছে ইচ্ছে - ইচ্ছেগুলো নাড়া দিচ্ছে
নীল আকাশে চোখ রেখে হারিয়ে যাবার ইচ্ছে,
তারার চাদর গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়ার ইচ্ছে,
সূর্যাস্তের রং নিয়ে খানিক আবীর খেলার ইচ্ছে,
ইচ্ছে - ডানা মেলে ঐ খোলা আকাশে মিশে যাবার

ইচ্ছে ইচ্ছে ইচ্ছে - ইচ্ছেগুলো টেনে নিচ্ছে
কারণ ছাড়া চোখের জলে ভেসে যাবার ইচ্ছে,
খেয়াল খুশির সবুজ খেয়ায় সময় পারের ইচ্ছে,
আবোল তাবোল রং তুলিতে সুর বসানোর ইচ্ছে,
ইচ্ছে - নিয়ম কানুন সেকল ভাঙ্গা ঝড় ওঠাবার

ইচ্ছে ইচ্ছে ইচ্ছে - ইচ্ছেগুলো ডেকে ফিরছে
প্রেমের নেশায় এক লহমায় জীবন পাবার ইচ্ছে,
সখির সাথে হাসির আলোয় আঁধার ছেড়ার ইচ্ছে,
অসম্ভবের ঘাড় ধরে তায় পোষ মানাবার ইচ্ছে,
ইচ্ছে - ইচ্ছে খেতে সার ছড়িয়ে সবুজ করার

ইচ্ছে ইচ্ছে ইচ্ছে - ইচ্ছেগুলো শ্বাস নিচ্ছে