পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, জুলাই ০৬, ২০০৬

মেঘের আশা


সূর্যকে বলে যদি কেউ তোমার আলো নেই
ফুলকে বলে যদি কেউ তুমি রং বিহীন
মাছ নাকি জানেনা ভাসতে জলে
মহাকাশ নয় অন্তবিহীন

আগূন জানলো পারবে না সে জ্বলতে
কোকিল জানলো পারবে না সে গাইতে
অশ্বথামার যাবে এবার প্রান
এ মেঘ নাকি পারবে না বর্ষা বইতে

মেঘ দেখে কেউ ভাবে পর্বত
কেউ তারে কয় ইন্দ্রের ঐরাবত
মেঘ হাসে, জানে সে সুধুই মেঘ
বৃষ্টির শান্ত নীড় আর মনের জগত

বর্ষা আসে আপন মনে খেলতে
মেঘের ভেতর দেখল কি কেউ একবার নৃভ্রিতে
সুধু একবার ভালবেসে বললে, দেখতো
পেতো বৃষ্টি খুজছিল যা মেঘ-মল্লার গীতে