পৃষ্ঠাসমূহ

বুধবার, জুন ২৮, ২০০৬

চিন্তা কিসের


যখন চোখ চাইবে ভিজতে
চিন্তা কিসের মেঘ তো আছে,
ঝরতে দেবে, হালকা হবে,
ঊঠবে আবার ঝিলমিলিয়ে;

যখন মুখ চাইবে বলতে
চিন্তা কিসের মেঘ তো আছে,
শুনবে সে সব, কানটি পেতে,
বুঝবে কথা জমিয়ে রাখা;

যখন পা চাইবে ছুটতে,
চিন্তা কিসের মেঘ তো আছে,
ভাঙবে বাঁধন ছিঁড়বে বেড়া,
সঙ্গে কিম্বা একলা দিও পাড়ী

যখন হাত হতে চায় বাঁধনছাড়া,
চিন্তা কিসের মেঘ তো আছে,
টুটবে শেকল, নীয়ম কানূন,
করবে দু-হাত আপন খেয়াল

যখন প্রাণ চাইবে শান্তি -
চিন্তা কিসের মেঘ তো আছে,
ঊষ্ণ বুকে, নিঝূম কোলে
স্বপ্ন কুঁড়ি জন্ম নেবে;

যখন চাইবে তুমি দিতে -
থাকবে এ-মেঘ দুহাত পেতে,
অনেক বাসী, টাটকা নতুন -
সব স্বাদেরাই যায়্গা পাবে;

মঙ্গলবার, জুন ২০, ২০০৬

নীর্বাসন

শ্যাওলা ঘেরা আধ ভাঙ্গা সেই পুকুর পাড়ের ঘাট,
কৃষ্ণ্চূড়ার আবীর মাখা মখমলি সেই মাঠ,
কামরাঙ্গা আর বাবলা গাছের আঁধার ছাওয়া বন,
মায়ের কোলের চিন্তা ছাড়া রূপকথারি কোন,

নীর্বাসন, নেই তারা কেউ;
আজকে রাজার নীর্বাসন |

তাল খেজূরের ঝাকড়া মাথার তলায় বাঁধা হাঁড়ি,
খেলার শেষে মাঠের পারে অচীন দেশের পাড়ি,
মেলায় পাওয়া তীর ধনুক আর ঝলমলে সেই টুপি,
দূপুর বেলায় রান্নাঘরে হামলা চুপি চুপি;

নীর্বাসন, নেই তারা কেউ;
আজকে রাজার নীর্বাসন |

বর্ষা রাতে ব্যাঙের ডাক আর দিনের কাগজ খেয়া,
কুড়িয়ে পাওয়া কোঁচড় ভরা ফলের দেওয়া নেওয়া,
পড়তে বসে অঙ্ক সেখা, বাবার মিষ্টি শাষন,
মন খারাপে মায়ের বুকে জাপ্টে ধরা বাধন;

নীর্বাসন, নেই তারা কেউ;
আজকে রাজার নীর্বাসন |

ঘুম ভাঙ্গানো মিষ্টি ডাক আর মাথায় শীতল হাথ,
ভীষন জ্বরে শীতল পটি আর খাইয়ে দেওয়া ভাত,
কাউকে পাওয়ার ঈচ্ছে নিয়ে সন্ধেটা নিঝ্ঝূম,
মিষ্টি হাঁসির স্বপ্নে ঘেরা একলা রাতের ঘূম;

নীর্বাসন, নেই তারা কেউ;
আজকে রাজার নীর্বাসন |

সোমবার, জুন ১৯, ২০০৬

মন মানে না

মন মানে না -
পাগল মন নীল নদীতে ডূব;
একা ঘরে থাকে না,
পাগল মনের মেঘ তরীতে সূখ

মন খোঁজে তারে -
রাতে, দিনে, চিন্তা বনে, ঘরের কোনে খোঁজে -
হারায়ে পাবার আশায়,
শোনা কথায় চেনা ব্যাথায়্, অনুভব সহজে

মন মানে না-
মিষ্টি পাবার স্বপ্নে মশগুল;
মন ধেয়ে যায় -
একটা ডাকের জন্য সে ব্যাকুল

মঙ্গলবার, জুন ১৩, ২০০৬

ক্ষনিকের চাওয়া পাওয়া

ক্ষনিকের চাওয়া পাওয়া
ভিজে রাতের নিস্তব্ধ হারিয়ে যাওয়া;
বন্ধ চোখে লেগে থাকা অনুভূতি
দাবার ছকের সাজাতে থাকা ঘুটি;
অনেক দূরের কান্না ভেসে থাকা
না জানা ভয়ের বন্ধ থাকা ডাকা;
ভীশন জোরে জাপটে থাকা মন
অনেক চেনা হারানো আলীঙ্গন;
আমের পানা, তেস্টা আর জেগে ওঠা
ছড়িয়ে থাকা স্মৃতি আর এটা ওটা,
নূড়ির মাঝে মুক্ত খুঁজে পাওয়া
বন্ধ ঘরে হঠাত দমকা হাওয়া;
শূকনো মরূর হঠাত ফোটা ফুল
হঠাত বানে ছাপিয়ে যাওয়া কূল;
দিকশূন্য ভরসা আর অশ্বাস
স্বপ্নগুলোর জমাটি বিশ্বাস;
মৃত মনের মেঘ মল্লার গাওয়া
শূকনো বুকের ক্ষনিকের চাওয়া পাওয়া|

শুক্রবার, জুন ০৯, ২০০৬

স্বপ্ন নদী তিরে

স্বপ্ন নদী তিরে
নেড়া গাছ্তলার চায়াহীন তলে
ঝরাপাতার স্তুপের তলায়
সেঁদা গন্ধের ভেজা মাটির কোলে
বসে আছি - যদি আসে ফিরে

দিন্, হপ্তা, মাস্, বছর্, যায় যদি যাক
দশক শতাব্দীতে গড়ালে হব না অবাক
মুহূর্তের কবিতায় জীবনের সুর দিতে মগ্ন
স্ম্রীতির ঢেউ গুনে অপেক্ষা কবে আসে বৃষ্টির ডাক
বসে আছি - যদি আসে ফিরে

যদি পিছন ফিরে দেখে
যদি আসে ফিরে সেই পথের মোড়ে
যদি আবার হাথ বড়াতে ইচ্ছে করে
যদি সেই ভেজা সকাল মনে পড়ে
আমায় পাবে সেখানেই -

স্বপ্ন নদী তিরে
নেড়া গাছ্তলার চায়াহীন তলে
ঝরাপাতার স্তুপের তলায়
সেঁদা গন্ধের ভেজা মাটির কোলে
বসে আছি - যদি আসে ফিরে